• অবনিক মাঝে দেখ দোন ভাই
    অবনিক মাঝে দেখ দোন ভাই। অপরূপ রূপ গোরাচাঁদ নিতাই।। হেমপদ্ম জিনি দুহুঁ মুখছটা। তাহে পরকাশল প্রেম-ঘটা।। ঘন চন্দন দুহুঁ অঙ্গ ভরি। ভুজযুগ তুলি দুহুঁ বোলে হরি হরি।। নাম-সংকীর্ত্তন করিলা প্রকাশ। গুণ গাওয়ে বৃন্দাবন দাস।। keyboard_arrow_right
  • আগে পাছে চলে মোর কত প্রিয় সহচরী
    আগে পাছে চলে মোর কত প্রিয় সহচরী যমুনার জলে আজু যাই। ঘোঙ্গট কাড়িতে রূপ নয়ানে লাগিয়া গেল মরম রহিল সেই ঠাঞি।। আজু দেখিলুঁ রূপ কদম্বের তলে। হিয়ার মাঝারে মোর না জানি কি জানি হৈল নিরবধি ধিকি ধিকি জ্বলে।।ধ্রু।। কেন বা চঞ্চল চিত নিবারিতে নারি গো মন মোর থির নাহি বান্ধে। তিলে তিলে বারে বারে মুরুছা […] keyboard_arrow_right
  • এ সখি মোহন রসময় অঙ্গ
    এ সখি মোহন রসময় অঙ্গ। পীতবসন তনু তরুণ ত্রিভঙ্গ।। মণিময় আভরণ রাজিত অঙ্গ। কনকহার হিয়ে বিজুরি তরঙ্গ।। মকর কুণ্ডল শোহে ঝলমল মুখ। দেখিয়া রমণি পায় পরশের সুখ।। অমল অমিয়া ফল অধর সুরঙ্গ। হাসির হিলোলে হিয়ে উপজয়ে রঙ্গ।। মুরলি গভির ধনি মদনতরঙ্গ। রমণিরমণ চূড়া অলিকূল সঙ্গ।। চরণ কমলে মণি নূপুর বাজে। রায় বসন্ত মন নখমণি মাঝে।। keyboard_arrow_right
  • এক দিন মথুরা হৈতে ফল লৈয়া আচম্বিতে
    এক দিন মথুরা হৈতে ফল লৈয়া আচম্বিতে আইলা সে ফল বেচিবারে। ফল লেহ ফল লেহ ডাকে পুন পুন সেহ নামাইলা নন্দের দুয়ারে।। ব্রজশিশু শুনি তায় ফল কিনিবারে ধায় বেতন লইয়া পরতেকে। কিনি কিনি ফল খায় আনন্দিত হিয়ায় পসারী বেড়িয়া একে একে।। শুনি কৃষ্ণ কুতূহলী ধান্য লইয়া একাঞ্জলি কর হৈতে পড়িতে পড়িতে। পসারী নিকটে আসি ফল […] keyboard_arrow_right
  • একে কুলবতী করি বিড়ম্বিল বিধি
    একে কুলবতী করি বিড়ম্বিল বিধি। আর তাহে দিল হেন পিরিতি-বিয়াধি।। কি হৈল কি হৈল সই কিবা সে করিলুঁ। গোপতে বাঢ়ায়্যা প্রেম আপনা খোয়ালুঁ।। জাগিতে স্বপনে মনে নাহি জানে আন। সে নব নাগর লাগি কান্দয়ে পরাণ।। কত না সহিব আর হিয়ার পোড়নি। কহিতে নাহিক ঠাঞি ছার পরাধিনী।। যার লাগি যেবা জন জাতি প্রাণ তেজে। বলরাম বলে […] keyboard_arrow_right
  • এত রূপের মানুষ কভু নাহি দেখি
    এত রূপের মানুষ কভু নাহি দেখি। যে দিকে নয়ন থুই সেই দিক হৈতে মুই ফিরিয়া আনিতে নারি আঁখি।। কোন বিধাতা আসি রসের মুরতিখানি তরুমূলে কৈল নিরমাণ। বিনি মেঘে ঘন আভা পীত বসন শোভা অলপ হেলিছে মন্দ বায়। কিবা সে বিনোদ চূড়া দুসূতি মালতী বেড়া মত্ত ময়ূর নাচে তায়।। অঙ্গে নানা আভরণ যমুনা তরঙ্গ যেন চান্দ […] keyboard_arrow_right
  • এনা কথা তোমারে শুনাই
    এনা কথা তোমারে শুনাই। (তোমার) প্রেম বিনু আকুল কানাই।। নিকুঞ্জ কুসুম রম্য স্থল সুশীতল। নব-কিসলয় তাহে – শিরীষের দল।। সরসিজ শয়নে শুতল শ্যাম-অঙ্গ। অনুখন লেপই মলয়জ পঙ্ক।। উপরে কমল দল পরশিল নয়। মদন অনল তাপে সেহো ধূলি হয়।। আঁখি ঠারে কহে কথা সঘন নিশ্বাস। কেবল আছয়ে তোমা দেখিবার আশ।। বিলম্ব না কর ধনি কানু দেখসিয়া। […] keyboard_arrow_right
  • এমনে কেমনে যাব পথে শ্যাম দানি
    এমনে কেমনে যাব পথে শ্যাম দানি। আপনা খাইয়া কেনে আইলাম তোমার সনে জাতি জীবনে টানাটানি।।ধ্রু।। ঘর হৈতে বারাইতে কতনা বিপদ পথে সাপিনী চলিয়া গেল বামে। তখনি বলিনু আমি হাস্যা না শুনিলে তুমি না জানি কি হবে পরিণামে।। নীপ মুলে করি থানা ঘাটি করিয়াছে মানা কানাই হৈয়াছে মহাদানি। আমরা সে কুলবতী তাহে নব যুবতী কি কহিতে […] keyboard_arrow_right
  • ও চাঁদমুখের মধুর হাসনি
    ও চাঁদমুখের মধুর হাসনি সদাই মরমে জাগে। মুখ তুলি যদি ফিরিয়া না চাহ আমার শপথি লাগে।। রামা হে ক্ষম অপরাধ মোর। মদনবেদন না যায় সহন শরণ লইলুঁ তোর।।ধ্রু।। তোমার অঙ্গের পরশে আমার চিরজীবী হউ তনু। জপতপ তুহুঁ সকলি আমার করের মোহন বেণু।। দেহ গেহ সার সকলি আমার তুমি সে নয়ানতারা। তিল আধ আমি তোমা না […] keyboard_arrow_right
  • ওহে কানাই এ বুদ্ধি শিখিলা কার ঠাঙি
    ওহে কানাই এ বুদ্ধি শিখিলা কার ঠাঙি। পরের রমণী দেখি সঘনে ফিরাও আঁখি দঢ় জনার হাতে ঠেক নাই।।ধ্রু।। আন্ধারবরণ গা ভূমিতে না পড়ে পা কি গরবে ঘন ঘন হাস। বনে বনে চরাও গাই আপনাকে চিহ্ন নাই হায় ছিছি লাজ নাহি বাস।। পেঁচ দিয়া পর ধড়া টেড়া করি বান্ধ চূড়া কানে গোঁজ বনফুল ডাল। ডিগর লইয়া […] keyboard_arrow_right
  • 1
  • 7
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ