এমনে কেমনে যাব পথে শ্যাম দানি।
আপনা খাইয়া কেনে আইলাম তোমার সনে
জাতি জীবনে টানাটানি।।ধ্রু।।
ঘর হৈতে বারাইতে কতনা বিপদ পথে
সাপিনী চলিয়া গেল বামে।
তখনি বলিনু আমি হাস্যা না শুনিলে তুমি
না জানি কি হবে পরিণামে।।
নীপ মুলে করি থানা ঘাটি করিয়াছে মানা
কানাই হৈয়াছে মহাদানি।
আমরা সে কুলবতী তাহে নব যুবতী
কি কহিতে কিবা হয় জানি।।
হাতে বাঁশী মুখে হাসি পথের নিকটে বসি
আঁখি ঠারে ত্রিভূবন ভূলে।
যাচি দিই ছেনা দধি পসার পরশে যদি
ঝাঁপ দিব যমুনার জলে।।
মনে না করিহ ভয় গোরসের দানি নয়
শুন শুন রাই বিনোদিনি।
হরেকৃষ্ণ দাসে বোলে ঝাট আইস তরুতলে
আনন্দে করহ বিকি কিনি।।