এত রূপের মানুষ কভু নাহি দেখি।
যে দিকে নয়ন থুই সেই দিক হৈতে মুই
ফিরিয়া আনিতে নারি আঁখি।।
কোন বিধাতা আসি রসের মুরতিখানি
তরুমূলে কৈল নিরমাণ।
বিনি মেঘে ঘন আভা পীত বসন শোভা
অলপ হেলিছে মন্দ বায়।
কিবা সে বিনোদ চূড়া দুসূতি মালতী বেড়া
মত্ত ময়ূর নাচে তায়।।
অঙ্গে নানা আভরণ যমুনা তরঙ্গ যেন
চান্দ চলিছে হেন বাসি।
মিশামিশি হৈল রূপে মজিয়া রসের কূপে
প্রতি অঙ্গে দেখি কত শশী।।
গলায় কদম্বমালা জিনিয়া মদন-কলা
মন্দ মধুর মৃদু হাস।
তাহাতে মুরলী পূরে ইথে কি পরাণ বাঁচে
কহতহি গোবিন্দদাস।।