এড়িয়া না যাহ বড়াই ধরি গো চরণে।
কি লাগি রহায়ে মোরে নন্দের নন্দনে।।
আনিয়া এমন পথে খাইলা মোর মাথা।
ঠেকায়ে দানীর হাতে তুমি যাও কোথা।
বুঝিলাম বড়াই গো তোর চতুরালী।
নিরমল কুলশীলে তুমি দিলে কালি।।
ঘরে গুরুজন মোর দারুণ চরিত।
শুনিলে প্রমাদ হবে তোমার এ রীত।।
এপথে এমন ইহা ঘরে নাহি কৈলা।
ভূখিল ব্যাঘ্রের হাতে মৃগী ধরি দিলা।।
দানীরে সকল দিলুঁ যত আভরণ।
তথাপি না ছাড়ে দানী কিসের কারণ।।
আমাকে দেখিল দানী সুবর্ণের গাছ।
উপাড়িয়া নিতে চাহে নাহি ছাড়ে পাছ।।
এতেক প্রমাদ কেনে হৈল আমা দিয়া।
হাতে ধরি দুই কথা কহ বুঝাইয়া।।
লক্ষের কাঁচলী দিয়া ঘুচাও কোন্দল।
দ্বিজ পরশুরামে গায় শ্রীকৃষ্ণ মঙ্গল।।