ওহে কানাই এ বুদ্ধি শিখিলা কার ঠাঙি।
পরের রমণী দেখি সঘনে ফিরাও আঁখি
দঢ় জনার হাতে ঠেক নাই।।ধ্রু।।
আন্ধারবরণ গা ভূমিতে না পড়ে পা
কি গরবে ঘন ঘন হাস।
বনে বনে চরাও গাই আপনাকে চিহ্ন নাই
হায় ছিছি লাজ নাহি বাস।।
পেঁচ দিয়া পর ধড়া টেড়া করি বান্ধ চূড়া
কানে গোঁজ বনফুল ডাল।
ডিগর লইয়া সাথী বনে ফির নানা ভাতি
বেচাইবে ব্রজরাজের পাল।।
বনে আছে ফুলগুলা তাহা তুলি পর মালা
গায়ে সদা রাঙ্গা মাটী মাখি।
এত বেশ ভূষায় কিবা পরনারী ভুলাইবা
বংশীদাসেতে দেয় সাখী।।