নয়ানে লাগল যারে তারে ভুলা যায় কেমনে। মন হইয়াছে উন্‌মাদিনী উদাসিনী যার কারণে।।
সখি রে, যে যার ডাকাতি করে সে কি তার দরদ জানে, দরদিয়ায় দরদ জানে।।
সখি রে, জালে বন্ধি মীনের মত দহে প্রাণি অবরত ঠেকিয়াছি তার প্রেমফাদে।।
সখি রে, বনপুড়া বনে হরিণী মনপুড়া আমি রমণী অভিলাষী কালার প্রেমে ।
সখি রে, ছাওয়াল শা ফকিরে বলে, মুরশিদ অন্তিমকালে দিও দেখা নিদান ও সঙ্কটের কালে।।