• নয়ানে লাগল যারে তারে ভুলা যায় কেমনে
    নয়ানে লাগল যারে তারে ভুলা যায় কেমনে। মন হইয়াছে উন্‌মাদিনী উদাসিনী যার কারণে।। সখি রে, যে যার ডাকাতি করে সে কি তার দরদ জানে, দরদিয়ায় দরদ জানে।। সখি রে, জালে বন্ধি মীনের মত দহে প্রাণি অবরত ঠেকিয়াছি তার প্রেমফাদে।। সখি রে, বনপুড়া বনে হরিণী মনপুড়া আমি রমণী অভিলাষী কালার প্রেমে । সখি রে, ছাওয়াল শা […] keyboard_arrow_right
  • সখি আমার এ দুর্দশা
    সখি, আমার এ দুর্দশা, দারুণ প্রেমে হইল গো নিশা। কালা আমার কুলমান কালা গলার মালা। দিবা গেল রাত্রি হইল কার সনে খেলিমু পাশা।। ছাওয়াল শা ফকিরে কইন আমি কুল দিয়াছি যারে, মাতা পিতা ভাই বন্ধু না করিমু কেউর আশা।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ