গহন বিজন বনে দূরে গেল সখীগণে একলা রহিলা ধনী রাই। দুটি আঁখি ছল ছলে চরণকমলতলে কানু আসি পড়ল লোটাই।। জনম সফল ভেল মোর। তোমা হেন গুণনিধি পথে আনি দিলা বিধি আনন্দের কি কহিব ওর।।ধ্রু।। রবির কিরণ পাইছে চান্দমুখ ঘামিয়েছে মুখর মঞ্জীর দুটি পায়। হিয়ার উপরে রাখি, জুড়াও সে মোর আঁখি চন্দন চর্চ্চিত করি গায়।। এতেক […]
keyboard_arrow_right