দেখহ বাছার আঁখি কিবা করতল রুচি
বিধির করণ এক ঠাম।
আমার মনের সাধ বুঝিয়া সে মুনিরাজ
গোপাল বলিয়া থুইল নাম।।
অতিশয় শিশুমতি কিবা মন্দ মন্দ গতি
কটিতটে কিঙ্কিণী বাজে।
কম্বুকণ্ঠ পরি কিবা মোতি মালিকার শোভা
প্রলম্বিত করু নব সাজে।।
মনে বহু সাধ করি করে নবনীত ভরি
দেয়লুঁ মো ভোজনক লাগি।
কছু নাহি খাওত অবনী তলে ডারত
কিয়ে মোর করম অভাগি।।
বংশী কহয়ে শুন শুন মাতা যশোমতি
তোহারি চরণে করোঁ সেবা।
এহি তুয়া নন্দন ত্রিভুবন বিমোহন
পুণ ফলে পাওই কেবা।।