দানী কহে ফির ফির না শুনয়ে রাই।
বাহু পসারিয়া দানী রাখল তাই।।
কহে কিয়ে পসারে বিথারি দেখি এথা।
আগে বুঝি নিব দান পাছে কব কথা।।
যত আভরণ গায় বেশ ভূষা আছে।।
সব লেখা করি দান দেহ মোর কাছে।।
নিতি নিতি গতায়াত কর এই ঠাঙি।
এ পথে মদনরাজ কভু শুন নাই।।
কত ভঙ্গে কথা কহ ভয় নাহি বাস।
রাজঅনুগত জনে হেরি পুন হাস।।
কাহার গরবে যাহ দিয়া বাহু নাড়া।
ভূষণ যৌবন ধন সব হবে হারা।।
বংশী কহয়ে বুঝি অরাজক হৈল।
পথে বাটোয়ারি করা নহিবেক ভাল।।