চাঁচর-চিকূর কবরি ভার শোহন
কুসুমাবলি অনুপাম।
কালিন্দি-নীর-তরঙ্গে বিরাজিত
জনু ঘন-ফেনক দাম।।
মধুর-বিহারিণি বালা।
মন্থর-গমনে বিলোলিত উর পর
মঞ্জুল মণিময় মালা।।ধ্রু।।
রঙ্গিণি-সঙ্গিণি-কর-অবলম্বিনি
উজ্জ্বল-অনুপম-বেশ।
স্পন্দই বাম-নয়নে জনু মনমথে
করত নটন-উপদেশ।।
লজ্জা-ভয়-যুত লোচন-অঞ্চল
চঞ্চল চাহনি থোর।
কুবলয়-চয় উপহার দেই জনু
ভেটলি নন্দ-কিশোর।।
প্রথম সমাগমে দুহুঁ দোহাঁ দরশনে
ভাবে ভূষিত ভেল অঙ্গ।
কমল কহত দুহুঁ অন্তরে উপজল
মনসিজ-সিন্ধু-তরঙ্গ।।