কুম্ভীর মকর মীন উঠত
সঘনে বদন তুলি।
হরিষে যমুনা উথলে দ্বিগুণা
রাই কানু রূপে ভূলি।।
কহয়ে ললিতা হৈয়া সচকিতা
শুনলো বড়াই বুড়ী।
তোহারি কথায় চড়ি ভাঙ্গা নায়
বিঘোরে পরাণে মরি।।
বড়াই কহয়ে যে মাগে কাণ্ডারী
তাহাই করহ দান।।
এ ভাঙ্গা তরণী পার হবে এখনি
কেনে বা যাইবে প্রাণ।।
এসব বচন শুনিয়া কাণ্ডারী
কহই ললিতা পাশে।
তোমার সখীর পরশ মাগিয়ে
বংশী শুনিয়া হাসে।।