• এ মোর করম দশা
    এ মোর করম দশা। স্বামীর চরণ, ভজিয়া না সেবিলুম, না পূরিল মোর আশা।। ধু জগতে জনমিলুম্‌, পাছে না চিন্তিলুম্‌, যৌবন হইল ক্ষীণ। মোর হত কর্ম, বৃথা গেল জন্ম, স্বামীপদে হৈনু ভিন।। ঘরে ছিল স্বামী, লাজেত বিভ্রমি, ডুবিনু অকর্ম রসে। এ রূপ যৌবন, সব অকারণ, অভাগিনী কর্ম দোষে।। গুরুর চরণে, আলি রাজা ভণে, অদ্যাপি না তেজ […] keyboard_arrow_right
  • প্রাণ ঠাকুর গো তুমি বিনু ভবে কে আমার
    প্রাণ ঠাকুর গো, তুমি বিনু ভবে কে আমার।। ধু প্রেমের ঠাকুর তুয়া করুণা সাগর। তুমি জল স্থল শ্যাম রসের নাগর।। সিত বর্ণ রূপ ধর জগ মনোহরা। সুধা রস ময় সিন্ধু কমল ভ্রমরা।। * * * সাহা কেয়ামদ্দিন লক্ষ্যে আলি রাজা ভণে । অপরাধী আছি আমি ঐ রাঙ্গাচরণে।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ