• ছিদ্র-জালে পূর্ণা তুমি শুনহ মুরলী
    ছিদ্র-জালে পূর্ণা তুমি শুনহ মুরলী। অতি লঘু সুকঠিন অন্তর তোহারি।। নীরস তোহার তনু গ্রন্থি তাহে হয়। কৃষ্ণ করে থাক তুমি কোন পুণ্যোদয়।। কৃষ্ণের অধরে তুমি রহ অনুক্ষণ। তাহাতে পাইলা তার নিবিড় চুম্বন।। এ যদুনন্দন বোলে শুনহ মুরালী। নারীপ্রাণ লওয়া হেল কোথায় শিখলি।। keyboard_arrow_right
  • মুদিত-নয়নে হিয়া ভুজযুগ চাপি
    মুদিত-নয়নে হিয়া ভুজযুগ চাপি। শূতি রহল তহিঁ কছু না আলাপি।। পরসঙ্গে কহলহি নামহি তোরি। তবহি মেলিয়া আঁখি চাহে মোরি শুন ধনি ইথে নাহি কহি আন ছন্দ। তোহে অনুরত ভেল শ্যামর-চন্দ।। যোই নয়ন-ভঙ্গি না সহে আনন্দ। সোই নয়নে স্রবে লোর-তরঙ্গ।। যোই অধরে সদা মধুরিম হাস। সোই নিরস ভেল দীঘ নিশাস।। বিদ্যাপতি ভণ মিছ নহ ভাখি। গোবিন্দদাস […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ