• আ লো সখি কহ মুঝে কৈসে মিলায়ব
    আ লো সখি কহ মুঝে কৈসে মিলায়ব কান ঘটে ত না রহে প্রাণ ! ধু না জানি কি হৈল, কি দিয়া কি কৈল, না জানি নসিবে আছে কি। বিনি দোষে কালা, দিলা এত জ্বালা, ঐ না দুঃখে প্রাণ যায় তেজি। অবিরত পোড়ে মন, কালা মোকে নিদারুণ, ভুলিয়া রহিলা ভিন্ন দেশ। বিরহে দারুণ মদন দাহন, তনু […] keyboard_arrow_right
  • আল সজনি তরু অবলম্বনে কে
    আল সজনি তরু অবলম্বনে কে। ধু শ্যামরূপ দেখিয়া প্রাণি বিদারল ত্রিভঙ্গ ভঙ্গিমা শেল হানিছে মজাইতে কুলে ভণে আলাওলে মরমে সাধ হৈছে।। keyboard_arrow_right
  • না ল সজনি সই তুঝে বলম মুই নাকো
    না ল সজনি সই তুঝে বলম মুই নাকো। ধু শ্যামরূপ দেখিয়া, প্রাণি বিদরে হিয়া,দেখিয়া শ্যামের রূপ রাধে। ভাল ক্ষেণে হইল দেখা, আছিল কর্মের লেখা, কানু সঙ্গে ভেল পরিবাদে। অখিল গোপাল লৈয়া, আর রাধা সঙ্গী হৈয়া, মরমে প্রেম যাচে ত্রিভঙ্গ ভঙ্গিমা, আলাওল ভাণ মরমে সাধ হইয়াছে। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ