আ লো সখি কহ মুঝে কৈসে মিলায়ব কান ঘটে ত না রহে প্রাণ ! ধু
না জানি কি হৈল, কি দিয়া কি কৈল, না জানি নসিবে আছে কি।
বিনি দোষে কালা, দিলা এত জ্বালা, ঐ না দুঃখে প্রাণ যায় তেজি।
অবিরত পোড়ে মন, কালা মোকে নিদারুণ, ভুলিয়া রহিলা ভিন্ন দেশ।
বিরহে দারুণ মদন দাহন, তনু ক্ষীণ প্রাণি শেষ।।
চন্দন আগর শীতল মন্দির, কিছু না লাগএ অঙ্গে।
হীন আলওলে ভণে, এহি না দুঃখ রহিল মনে, কানাইয়া দেখা না হৈল তোর সঙ্গে।।