• চিকণ কালিয়া রূপ মরমে লাগিয়াছে
    চিকণ কালিয়া রূপ মরমে লাগিয়াছে ধরনে না যায় মোর হিয়া। কত চান্দ নিঙাড়িয়া মুখানি মাজিয়াছে না জানি তায় কত সুধা দিয়া।। অধরের দুটি কূল জিনিয়া বান্ধলী ফুল হাসিখানি মুখেতে মিশায়। নবীন মেঘের কোরে বিজুরি প্রকাশ করে জাতিকূল মজাইল তায়।। ভূরুযুগ সন্ধান কামের কামান বাণ হিঙ্গুলে মণ্ডিত দুটি আঁখি। অরূণ নয়ান কোণে চায়্যাছিল আমা পানে সেই […] keyboard_arrow_right
  • সখি রাধা নাম কি কহিলে
    সখি রাধা নাম কি কহিলে। শুনি কান মন জুড়াইলে।। কত নাম আছয়ে গোকুলে। হেন হিয়া না করে আকুলে।। ওই নামে আছে কি মাধুরী। শ্রবণে রহল সুধা ভরি।। চিতে নিতি মূরতি বিকাশ। অমিয়া সায়রে যেন বাস।। আঁখিতে দেখিতে করে সাধ। এ যদুনন্দন মন কাঁদ।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ