• উহাঁর নাম করো না, নামে মোর নাহি কাজ
    উহাঁর নাম করো না, নামে মোর নাহি কাজ। উনি করেছেন ধর্ম্ম নষ্ট,ভুবন ভরি লাজ।। উনি নাটের গুরু,সই,উনি নাটের গুরু। উনি করেছেন কুলের বাহির নাচাইয়া ভুরু।। এনে চন্দ্র হাতে দিলে যখন ছিল উহাঁর কাজ। এখন উহাঁর অনেক হল,আমরা পেলাম লাজ।। কহে বড়ু চণ্ডীদাস বাশুলী আদেশে। উহাঁর সনে লেহ করে তনু হৈল শেষে।। keyboard_arrow_right
  • উহাঁর নাম করো না নামে মোর নাহি কাজ
    উহাঁর নাম করো না নামে মোর নাহি কাজ। উনি করেছেন ধর্ম্ম নষ্ট ভুবন ভরি লাজ।। উনি নাটের গুরু সই উনি নাটের গুরু। উনি করেছেন কুলের বাহির নাচাইয়া ভুরু।। এনে চন্দ্র হাতে দিলে যখন ছিল উঁহার কাজ। এখন উহাঁর অনেক হল আমরা পেলাম লাজ।। কহে বড়ু চণ্ডীদাস বাশুলী আদেশে। উহাঁর সনে লেহ করে তনু হৈল শেষে।। keyboard_arrow_right
  • এ কথা শুনল শ্রবণ ভরিয়া
    এ কথা শুনল শ্রবণ ভরিয়া কৃষ্ণ না আইলা আর। মধুপুরে রহে সব জন কহে রহিলা যমুনা পার।। বরজ-রমণী কুলের কামিনী সবে গেলা রাধা পাশে। নন্দ ঘোষ আসি পুরেতে প্রবেশি গোবিন্দ মাথুর দেশে।। এ কথা শুনিয়া সবে এল ধেয়ে এ কি পরমাদ শুনি। ছাড়িল গোকুল রহে বহু দূর স্বপনে নাহিক জানি।। আছিল মনেতে আসিব গোকুলে তা […] keyboard_arrow_right
  • এ ধনি জনি কহ কানুক সন্দেশ
    এ ধনি জনি কহ কানুক সন্দেশ। বেকত তুহারি মুখ কহই সবহুঁ দুখ কী ফল বচন বিশেষে।। সো ষটপদসম সবহুঁ কুসুমে রম হম তাহে এ হেন গঙারি। জানি তিহ্নিক সুধি আরতি পঠাওলুঁ তো হেন প্রাণ পিয়ারি।। এ তুয় অধর ভ্রমর পয়ে দংশল লোরে কাজর ঝরি গেল। জানলুঁ পন্থ ছরম জলে ধোয়ল অলক তিলক দূরে গেল।। নীল-নিকুঞ্জ […] keyboard_arrow_right
  • একলি মন্দিরে আছিলা সুন্দরী
    একলি মন্দিরে আছিলা সুন্দরী কোড়হি শ্যামরু চন্দ। তবহু তাহার পরশ না ভেল এ বড়ি মরমে ধন্দ।। সজনি পাওল পীরিতিক ওর। শ্যাম সুনাগর পীরিতি-শেখর কঠিন হৃদয় তোর।। কস্তুরী চন্দন অঙ্গের ভূষণ দেখিতে অধিক জোর। বিবিধ কুসুমে বাঁধিল কবরী শিথিল না ভেল তোর।। অমল কমল বদন-মাধুরী না ভেল মধুপ সাথ। পুছইতে ধনি হেরসি ধরণী হাসি না কহসি […] keyboard_arrow_right
  • কলি মন্দিরে আছিলা সুন্দরী
    কলি মন্দিরে আছিলা সুন্দরী কোড়হি শ্যামর চন্দ। তবহু তাহার পরশ না ভেল এ বড়ি মরমে ধন্দ।। সজনি পাওল পীরিতি ওর। শ্যাম সুন্দর পীরিতিশেখর, কঠিন হৃদয় তোর।। কস্তূরী চন্দন অঙ্গের ভূষণ দেখিতে অধিক জোর। বিবিধ কুসুমে বাঁধিল কবরী শিথিল না ভেল তোর।। বয়ান কমল বিমল মধুর না ভেল পুলক সাত। পুছইতে ধনি হেরসি ধরণী হাসি না […] keyboard_arrow_right
  • কিবা সে কহিব বঁধুর পিরিতি
    কিবা সে কহিব বঁধুর পিরিতি তুলনা দিব যে কিসে। সমুখে রাখিয়া মুখ নিরখয়ে পরাণ অধিক বাসে।। আপনার হাতে পান সাজাইয়া মোর মুখ ভরি দেয়। মোর মুখে দিয়া আদর করিয়া মুখে মুখ দিয়া নেয়।। মরোঁ মরোঁ সই বঁধুর বালাই লৈয়া। না জানি কেমনে আছয়ে এখনে মোরে কাছে না দেখিয়া।। করতলে ঘন বদন মাজই বসন করয়ে দূর। […] keyboard_arrow_right
  • গায়ে রাঙ্গা মাটি কটিতটে ধটী
    গায়ে রাঙ্গা মাটি কটিতটে ধটী মাথায় শোভিত চূড়া। চরণে নূপুর বাজে সবাকার গলে গুঞ্জ-মালা বেড়া।। সবাকার কুচ হইয়াছে উচ এ বড় বিষম জ্বালা। কমলের ফুল গাঁথি শতদল সবাই গাঁথিল মালা।। ঠারে ঠারে চূড়া গলে দিল মালা নাসিয়ে পড়েছে বুকে। ফুলের চাপানে কুচ ঢাকা গেল চলিল পরম সুখে।। কেহ পীত ধটী কেহ লয়ে লাঠী গর্জ্জন শবদে […] keyboard_arrow_right
  • গায়ে রাঙ্গা মাটী কটিতটে ধটী
    গায়ে রাঙ্গা মাটী কটিতটে ধটী মাথায় শোভিত চূড়া। চরণে নুপূর বাজে সবাকার গলে গুঞ্জমালা বেড়া।। সবাকার কুচ হইয়াছে উচ এ বড় বিষম জ্বালা। কমলের ফুল গাঁথি শতদল সবাই গাঁথিল মালা।। ঠারে ঠারে চূড়া গলে দিল মালা নাসিয়ে পড়েছে বুকে। ফুলের চাপানে কুচ ঢাকা গেল চলিল পরম সুখে।। কেহ পীতধটী কেহ লয়ে লাঠী গর্জ্জন শবদে ধায়। […] keyboard_arrow_right
  • জাগি শ্যাম-কোরে বৈঠলি নারি
    জাগি শ্যাম-কোরে বৈঠলি নারি। ঘুম-আবেশে কভু চমকি উঠয়ে ধনি পুন ঘুমত পুন সারি।। চান্দ মলিন মুখ- চান্দ নেহারই ঘুমে মুদিত দেখি আঁখি। বিপুল পয়োধর হেরি কমলবর বিকসল নিজ নিজ সাখি।। জনু অলি কঞ্জে দৈবে নিশি বঞ্চল চঞ্চল গমনক সাধে। উঠত চাহি হেরি পুন মুখশশি কিরণহি নিরগম বাধে।। অঙ্গ মোড়ি কভু জিহ্মত সুন্দরি চুটকত অঙ্গ-বিজোরি। গোবিন্দদাস […] keyboard_arrow_right
  • 1
  • 4
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ