একলি মন্দিরে আছিলা সুন্দরী
কোড়হি শ্যামরু চন্দ।
তবহু তাহার পরশ না ভেল
এ বড়ি মরমে ধন্দ।।
সজনি পাওল পীরিতিক ওর।
শ্যাম সুনাগর পীরিতি-শেখর
কঠিন হৃদয় তোর।।
কস্তুরী চন্দন অঙ্গের ভূষণ
দেখিতে অধিক জোর।
বিবিধ কুসুমে বাঁধিল কবরী
শিথিল না ভেল তোর।।
অমল কমল বদন-মাধুরী
না ভেল মধুপ সাথ।
পুছইতে ধনি হেরসি ধরণী
হাসি না কহসি বাত।।
কিয়ে রতিপতি বসতি-সময়ে
তেজিয়া দেয়লি ভঙ্গ।
চণ্ডীদাসে কহে এ দোষ কাহার
দৈবে সে না ভেল সঙ্গ।।