• কানাই বংশীবটের তলে বসি
    কানাই বংশীবটের তলে বসি। কানাই বান্ধয়ে আঁখি বলাই মহাখুসি।। রাখালগণ লুকাইল বনে। আঁখি ছাড়ি দিল বলাই করে নিরীক্ষণে।। একে মাতোয়ারা বলাই চান্দে। জা-জারে ছুঁইব কা-কারে না ছাড়িব তা-তাহার চড়িব কান্ধে।। খুঁজিতে চলিল বলাই বনের ভিতরে। আর একদিগে আসি সব শিশু ধরিল কানায়ের করে।। পুন পুন খেলই রাখাল সব। বাঁশীবটের তলে আনন্দ উৎসব।। পুনঃ আঁখি বান্ধে […] keyboard_arrow_right
  • গাছ হইতে নামিয়া সভে ছুঁইল কৃষ্ণেরে
    গাছ হইতে নামিয়া সভে ছুঁইল কৃষ্ণেরে। কুক দেয় রাখালগণে অতি উচ্চস্বরে।। শুনিয়া রাখালের রব আইল হলধর। কে কোথা ছিলে ভাই কহত সত্বর।। পুনরায় আঁখি বান্ধি ধর ভাই কানাই। লুকাগ কন্দরে রাখাল না দেখে বলাই।। খুঁজিবারে যায় বলাই সমুখে ছিদাম। ধরিয়া চড়িল কান্ধে শিঙ্গায় ধরে গান।। কান্ধে চড়ি বলাই চাঁদ আইসে বংশীবটে। ছিদাম বলায়ে লয়ে ধীরে […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ