• পশরা নামাও রাধা
    “পশরা নামাও রাধা। এ নব বয়সে বিকে পাঠাইতে তিলক নহিল বাধা।। তোর নিজ পতি তার হেন রীতি তোরে পাঠাইয়া বিকে। কেমনে ধৈরয ধরিয়া আছয়ে সেহেন পাষাণ বুকে।। তার যত ধনে বজর পড়ুক এহেন সম্পদ ছাড়ি । তার দেহে নাহি মায়া দয়া মোহ সে অতি কঠিন বড়ি।। বৈস বৈস রাধে রসের মোহিনি, বসনে করি যে বায়। […] keyboard_arrow_right
  • রাধে, আন জন যত বলে
    “রাধে, আন জন যত বলে। সে সব বচন এ চুয়া-চন্দন লেপন করেছি হেলে।। তুমি মোর ধনি, নয়ন-অঞ্জন তুমি মোর দুটি আঁখি। যবে তিল আধ তোমারে না দেখি মরমে মরিয়া থাকি।। শয়নে ভোজনে ভাবি মনে মনে আঁখি অগোচর যবে। তবে কি পরাণে স্থিরতর রহে পরাণ না রহে তবে।। তেজি আন পথ যো পথ আরোপি সকল গোচর […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ