• করি করযোড় কহিতে লাগিল
    করি করযোড় কহিতে লাগিল — “শুনহ বচন মোর । কংস দুরাচার করে অবিচার ভারেতে হইল ভোর।। দুষ্ট দুরাচারে সকলি সংহারে তোমার যতেক সৃষ্টি । সংহারে সকল হইয়া বিকল দেখিল আপন দৃষ্টি।। তোমার সৃজন, যজ্ঞ তপদান সবো করে আন হিংসাতে সকলি নাশে। বেদ অধ্যয়নে কিছুই না মানে–, বড়ই পাইয়া ত্রাসে ।। তোমার সৃজন এ সব ভুবন […] keyboard_arrow_right
  • কহে বসুদেব শুন নন্দঘোস
    কহে বসুদেব– “শুন, নন্দঘোস, বালক দিআছি তোহে। বুঝিআ জা কর তুমারে সপিলু কি করে আমার মোহে।। বংশ রক্ষা জদি পারহ রাখিতে তবে সে বড়াই বড়। ইহাকে অধিক আর কি বলিব তোমারে কহিল দড়।। জাহ নিজ ঘরে এখানে না থাক শুন, নন্দঘোস রাঅ। বহুত আপদ বালক-উপরে তোমারে কহিল তায়।।” নন্দঘোস নড়ে তুরিত গমনে চলিলা গোকুল-পুরে। গিআ […] keyboard_arrow_right
  • দেখিআ মূরুতি জগতের পতি
    দেখিআ মূরুতি জগতের পতি চাহেন লক্ষ্মীর পানে। কর জোড় করি কহেন প্রেয়সী– “কহ প্রভু কোন্‌ কামে?” কহে ভগবান্‌– “শুনহ বচন হইল নিশ্বাস এক। তাহে উপজল এই সে রূপসী আগে দেখ পরতেক।। এমন রূপসী কাহে সমর্পিব ইহাই ভাবিএ মনে।” হাসি লক্ষ্মীদেবী সরস হইআ চাহেন চরণ পানে।। “ইহার উপাঅ এক নিবেদিএ শুনহ কমল-আখি। ইহার বরণ করিতে আছঅ […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ