• রাধার বেশের শোভা বনাইছে
    রাধার বেশের শোভা বনাইছে চিকুরে আঁচরি-চুলে । তাহে সুগন্ধিত অগরু চন্দন বেড়িয়া মল্লিকা ফুলে।। বেণীর সুছান্দে দৃঢ় করি বান্ধে কি কব তাহার কথা। অতি শোভা দেখি কাল জাদ-শিখী দেখিতে হিয়াতে ব্যথা।। চাঁদ ঝলমল শ্রীমুখ-মণ্ডল ভালে সে সিন্দুর-ফোঁটা । তার মাঝে মাঝে চন্দনের বিন্দু অমল বিধুর ঘটা।। নয়নে অঞ্জন শোভে বিলক্ষণ অধর রাতুল দেখি। গলে গজমতি […] keyboard_arrow_right
  • শুনি হংস রাধার কাহিণী
    শুনি হংস রাধার কাহিণী। পড়িঞা কান্দয়ে ধরণি।। “কাহে ধনি তেজব পরাণ। মিলব নবিন ঘনস্যাম।। তুরিতে গমন হেন মানি।। গোকুলে আসিব গুণমণি।। মো সনে হইল বাক্যভাসা। কাহে ……………।।” keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ