পীরিতি বলিয়া একটী কমল রসের সায়র-মাঝে। প্রেম-পরিমল লুবধ ভ্রমর ধায়ল আপন কাজে।। ভ্রমর জানয়ে কমল-মাধুরী তেঞি সে তাহার বশ। রসিক জানয়ে রসের চাতুরী আনে কহে অপযশ।। সই, এ কথা বুঝিবে কে। যে জনা জানয়ে সে যদি না কহে কেমনে ধরিব দে ।। ধ্রু।। সুজন কুজন যে জন না জানে তাহারে কহিব কি। পরাণে পরাণে যে […]
keyboard_arrow_right