বেলি অসকালে দেখিনু যে ভালে পথেতে যাইছে সে। জুড়ায় কেবল নয়ন যুগল চিনিতে নারিনু কে।। সই সে রূপ কে চাহিতে পারে। অঙ্গের আভা বসনের শোভা পাসরিতে নারি তারে।। বাম অঙ্গুলিতে মুদরী সহিতে কনক কটোরি হাতে। সীঁথায় সিন্দূর নয়ানে কাজর মুকুতা শোভিত নথে।। সুনীল শাড়ী মোহনকারী উছলিতে দেখি পাশ। কি আর পরাণে সোঁপিনু চরণে দাস করি […]
keyboard_arrow_right