ভয়ে ভীতা বিনোদিনী চলে সখী সঙ্গে।
সখীরা মাতায় তারে কানু পরসঙ্গে।।
সাক্ষাতে দেখিব কালা ডগমগ মন।
না জানি আমারে বন্ধু বাসিবে কেমন।।
শ্রবণে শুনিব তার মধুরস বাণী।
কি কথা কহিব তবে অবসা পরাণী।।
দরশে পরশে মোর আউলাইবে গা।
ঢলিয়া পড়িব কোলে নাহি পাব থা।।
ধৈর্য্য ধর কমলিনী বলে সখীগণ।
হের আসিয়াছি এই নিকুঞ্জ ভবন।।
আগুসরি আসি কানু বলে এস রাই।
চণ্ডীদাস কহে মরি লইয়া বালাই।।