বন্ধুয়া বলিমু কোন লাজে রে স্বজনী সই, কালিমা বলিমু কোন লাজে।। ধু
বন্ধুয়া বন্ধুয়া কালিয়া তোর নাম। প্রভাত হইতে কর ঘর-গৃহ কাম।।
গৃহঘরের কামকর বাখানে রাখ ধেনু। ষোলশ’ গোপিনী মাঝে এক রাধাকানু।।
আরের বন্ধুয়া বৈসে পালঙ্গ মহলে। আসিলে আমার বন্ধু বৈসে কদমতলে।।
কদম্বের তলে থাকি শ্যামে বাঁশী টানে। মন উদাসিনী কৈল সেই বাঁশীর সানে।।
দেখি মনোহরে কহে কদম্বমালা গলে। দিবেক সেসব মালা কাঁচা রাধার গলে।।