বন্ধুয়া রে রসের রসিক বন্ধু নিকুঞ্জে ভজন হইল না।
বন্ধুয়া রে কদম্বেরি ডালে বসি সুললিত বাও বাঁশী ডাকে বাঁশী মোর নাম লৈয়া।
শুনিয়া বাঁশীর টান উলচিত হৈল প্রাণ নিল মোর পাঞ্জর চোষিয়া।
বন্ধুয়া রে বাঁশীতে করিয়া ছন্দি জগতে হইয়াছ বন্দী পবনে মোহিয়া বাঁশী বাও।
শুনিয়া বাঁশীর ধ্বনি যত সখী সোহাগিনী অন্তরেতে হয় প্রেম ঘাও।
বন্ধুয়ারে প্রেমভাবি যেই সখী বিনয়ে বন্ধুকে ডাকি লা মুকামে পায় সে কালিয়া।
ভক্তি ভাবে যে ডাকিবে আইসে মিলন হৈবে আসিবেক রাজপন্থ দিয়া।
বন্ধুয়ারে রসিক হইয়াছে যারা লা মুকামে থাকে তারা দরশন হয় সেই ধাম।
প্রেম ডুরে মনে বান্ধে দেখা দিবে কালা চান্দে একেও পয়ষট্টিয়ে জপ নাম।
বন্ধুয়ারে শিতালং ফকিরেকহে প্রেমানলে প্রাণিদহে আইসবন্ধু শ্যাম বিনোদিয়া।
বিনয়েতে বলি তোরে দরশন দেও মোরে প্রেম ভাবে মিলয় আসিয়া।