• আইল বন্ধু কালাচান্দ ডাকি আমি তরে
    আইল বন্ধু কালাচান্দ ডাকি আমি তরে। অভাগি নির্লজ্জা হইয়া বসিয়াছি দুয়ারে। তুমিত জগত পতি জগ মোহিনী, আমি ত অভাগি নারী কলঙ্ক দুঃখিনী। রূপেতে ঝলমল করে হৃদে দেখি মোর। তোর প্রেমে হিয়া মোর হইল জ্বর জ্বর। আসবে বলি প্রাণ নাথ উদাসিনী প্রায়, নিশা ভাগে চাইয়া আমি বসি তর দায়। নিশি তো গইয়া যায় অহে শ্যাম রায়।। […] keyboard_arrow_right
  • আইল রে বসন্ত ঋতু কালিয়া বরণ
    আইল রে বসন্ত ঋতু কালিয়া বরণ। কালারূপে প্রাণি রাখ দিয়া দরশন।। সয়ালের চক্ষু দান কালিয়া বরণ। একা রূপে কর মোর নয়ানে রুসন।। জগৎ ভুবন কালা একি আচম্বিত। কালারূপে খেলা করে বন্ধের সহিত।। কালার বিরহে মোর আকুলিত মন। অন্তরেতে আইল কালা মোর নিকেতন।। কালা রঙ্গে খেলা তোর কালারূপে লীলা। দরশন দেও প্রভু শ্যাম চিকন কালা।। কালা […] keyboard_arrow_right
  • আমার বন্ধুয়া কোন স্থান শুন সজনী
    আমার বন্ধুয়া কোন স্থান, শুন সজনী, প্রেমবদনী, বন্ধু আনি রাখ প্রাণ। সখি গো, যাও ধনী, কমলিনী, মথুরার স্থান। আন প্রিয়া, ফাটে হিয়া, উন্মাদিনী হৈল প্রাণ। সখি গো, বন্ধু বিনে, অদর্শনে, গেল কুলমান। না পাই দিশা, মন ভরসা, আসবেনি প্রাণ কুঞ্জস্থান। সখি গো, মনহরা, প্রাণচোরা, খেলে সর্বস্থান। কুলমান, নিলপ্রাণ, হারা হইলাম বুদ্ধিজ্ঞান। সখি গো, প্রাণহরা, না […] keyboard_arrow_right
  • আমি কি করি উপায় আইল না বন্ধু
    আমি কি করি উপায়,আইল না বন্ধু প্রাণ ঝুরে সদায়। শুন সখী প্রেয়সিনী বলি যে তোমায়, আন প্রিয়া ফাটে হিয়া অঙ্গ জ্বলি যায়। বিমল ঘরে বসিয়া ডাকি প্রাণ বন্ধু কোথায়। প্রেম সাগরে বুঝি ভাসাইল আমায়। প্রেম সায়রে ফেলিয়া মোরে কালাচান্দে যায়, প্রেম সায়রে ঘুরি পঞ্চকের বায়। ভাসিয়ে সিন্ধু ডাকি বন্ধু রাখিও কৃপায়, দরশনের নৌকা দিয়া তরাও […] keyboard_arrow_right
  • আমি ঠেকলাম দায় লাঞ্ছনায়
    আমি ঠেকলাম দায় লাঞ্ছনায়, কাল নিশি স্বপন দায় দেখাদিল আসিয়ে কালায়। স্বপনে আসিয়ে প্রাণে সামায় দেখা দিয়ে গেল তায়। এগো দেহা শূন্য করি নিল প্রাণ হরি প্রেম দায়। দেখা দিল বিদ্যাধরী স্বপনে আসিয়ে আমায়। সে অবধি প্রাণ ঝুরে হিয়া কুঞ্জ মনুরায়। অপরূপ কাহিনী রূপ দেখা দিল স্বপন দায়। দেব কি গন্ধর্ব নর দেখা দিল আসিয়ে […] keyboard_arrow_right
  • আমি কলঙ্কিনী নারী নগরে বাজারে ফিরিরে
    সাধের বন্ধুয়ারে হিয়া দহে প্রাণে স্মরি, গলায় বান্ধিয়া প্রেম ডুরি। আমি কলঙ্কিনী নারী, নগরে বাজারে ফিরিরে ও বন্ধু প্রেম ভাবে হৈয়া ভিখারী। ফিরি আমি ঘরে ঘরে দরশন দেও মোরে ও বন্ধু বিরহ সহিতে না পারি। কদম ডালে বাজাও বাঁশী শুনি আমি কর্মনাশী ও বন্ধু ডাকি বসি তোর নাম ধরি। শুনিয়া বাঁশীর ধ্বনি উলচিত হইল প্রাণী […] keyboard_arrow_right
  • আমি বদ্ধ তায় হইলাম প্রায়
    আমি বদ্ধ তায়, হইলাম প্রায়, প্রাণেশ্বর শ্যামের দায়। প্রেমের ফাঁসি লাইগাছে গলায়। শ্যামের বিচ্ছেদে মোর প্রেমানলে প্রাণজ্বালায়। প্রেম ভিক্ষা দিয়া প্রাণ রক্ষা কর প্রাণ শ্যামরায়। প্রেমানলে সন্ন্যাসিনী হইয়া ফিরি ভ্রমণায়। করেতে করঙ্গ নিয়া দাড়াইয়াছি ভিক্ষার দায়। শ্যামরূপ হৃদে মোর নক্স হৈল প্রেম দায়। কটাক্ষেতে প্রাণি নিল উদাসিনী করি আমায়। শ্যামের বিচ্ছেদে মোর আগ্নি জ্বলে সর্বগায়। […] keyboard_arrow_right
  • এগো প্রাণ সই না আসিল প্রাণনাথ কুঞ্জেতে
    এগো প্রাণ সই না আসিল প্রাণনাথ কুঞ্জেতে। প্রেমানল দিয়া গায় বন্ধে মোরে ছাড়িয়া যায়। বিরহিনী হৈয়া বন্ধু ডাকিয়ে তোমায়। দেখিমু নি রূপ তোর ত্রিপুন্নিয়ার ঘাটেতে। দেহা মোর জ্বলি যায় প্রাণ ঝুরে তোর প্রেম দায়, দরশন দিয়া মোরে রাখয়ে কৃপায়। না চিনিলু বন্ধু তোরে আসিয়া সে ভবেতে দমে দমে বাঁশী বাও পন্থ নিরখিয়া চাও। পরম নাম […] keyboard_arrow_right
  • ও মাঝি ভাই তুমি হইয়াছ রে বেদিশা
    ও মাঝি ভাই তুমি হইয়াছ রে বেদিশা। বেধারে চালাইছ নৌকা দেখ না। ভব সায়রে নাইরে কুলাকুল শরকেতুরের মত হইয়াছি বেভুল । এগো ভালা কইলে বুরা বুঝে উল্টা তার জাতের বুলা। পাড়ি ধরলাম অকুল সায়রে ঠিক রাইখ হালের কাটা পড়বায় যে ফেরে। চাকে ডুবিব নৌকাখানি পাতালে করব রে বাসা। ব্রজপুরের যত বেপারি, বাজারে আসিয়া তারা যায় […] keyboard_arrow_right
  • কদম্বেরি ডালে দূতী গো তোতিরাজ খেলে
    কদম্বেরি ডালে দূতী গো তোতিরাজ খেলে প্রবেশেতে প্রবেশ হৈয়া বিরাজে কমলে দূতী গো, অপরূপ তোতিরাজ বৃক্ষেতে বসতি। দেশান্তরী হইয়া যাইতে উলষিত মতি। দূতী গো, আমি অপরাধী নারী জগতের দুঃখিনী। কোকিলার নাদ শুনি আকুলিত প্রাণী। দূতী গো, সুললিত তোতিরাজ ফিরে ডালে ডালে। মকরন্দ পান করি প্রবেশে কমলে। দূতী গো, তোতিরাজে নাদ করে বৃক্ষেতে বসিয়া। তাহার সুরেতে […] keyboard_arrow_right
  • 1
  • 6
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ