কদম্বেরি ডালে দূতী গো তোতিরাজ খেলে
প্রবেশেতে প্রবেশ হৈয়া বিরাজে কমলে
দূতী গো, অপরূপ তোতিরাজ বৃক্ষেতে বসতি।
দেশান্তরী হইয়া যাইতে উলষিত মতি।
দূতী গো, আমি অপরাধী নারী জগতের দুঃখিনী।
কোকিলার নাদ শুনি আকুলিত প্রাণী।
দূতী গো, সুললিত তোতিরাজ ফিরে ডালে ডালে।
মকরন্দ পান করি প্রবেশে কমলে।
দূতী গো, তোতিরাজে নাদ করে বৃক্ষেতে বসিয়া।
তাহার সুরেতে নিল পাঞ্জর শোষিয়া।
দূতী গো, ত্রিপুনীতে নাদ করি পঞ্চমেতে গায়।
সর্বস্থানে ফিরে পংখী কোঠায় কোঠায়।
দূতী গো, তোতিরাজে খেলা করে লাহুতের স্থান
রতন কোঠায় প্রবেশিলে হৈয়ে বেনিশান।
দূতী গো তিন অক্ষর দমে দমে যে করে স্মরণ
সে দেখিবে তোতিরাজ সুন্দর বরণ।
দূতী গো এক অক্ষর যেই জনে জপনা করিবে।
সম্মুখেতে চন্দ্র আসি উদয় হইবে।
দূতী গো, শিতালং ফকিরে কহে আকুলিত হিয়া
না আসিল তোতিরাজ যায় লুকি দিয়া।