আমি ঠেকলাম দায় লাঞ্ছনায়,
কাল নিশি স্বপন দায় দেখাদিল আসিয়ে কালায়।
স্বপনে আসিয়ে প্রাণে সামায় দেখা দিয়ে গেল তায়।
এগো দেহা শূন্য করি নিল প্রাণ হরি প্রেম দায়।
দেখা দিল বিদ্যাধরী স্বপনে আসিয়ে আমায়।
সে অবধি প্রাণ ঝুরে হিয়া কুঞ্জ মনুরায়।
অপরূপ কাহিনী রূপ দেখা দিল স্বপন দায়।
দেব কি গন্ধর্ব নর দেখা দিল আসিয়ে আমায়।
গোলাপের পুষ্প জিনি দেখিয়াছি রঙ্গ তায়।
দেখা দিয়ে প্রাণি নিল সন্ন্যাসী করি আমায়।
শিতালং ফকিরে কহে শ্যাম বিনে প্রাণ যায়।
শ্যামার বিহনে মোর দেহ জ্বলে জ্বলনায়।