আমার বন্ধুয়া কোন স্থান, শুন সজনী, প্রেমবদনী, বন্ধু আনি রাখ প্রাণ।
সখি গো, যাও ধনী, কমলিনী, মথুরার স্থান।
আন প্রিয়া, ফাটে হিয়া, উন্মাদিনী হৈল প্রাণ।
সখি গো, বন্ধু বিনে, অদর্শনে, গেল কুলমান।
না পাই দিশা, মন ভরসা, আসবেনি প্রাণ কুঞ্জস্থান।
সখি গো, মনহরা, প্রাণচোরা, খেলে সর্বস্থান।
কুলমান, নিলপ্রাণ, হারা হইলাম বুদ্ধিজ্ঞান।
সখি গো, প্রাণহরা, না যায় ধরা, নাহিত নিশান।
ভ্রমণায় ঘুরে প্রাণ, কোন স্থানে নাহি তার স্থান।
সখি গো, নয়ন বাণে শর মদনে,কটাক্ষেতে মাইল বাণ।
বনবেহারী, ধরতে নারী, পাইনা কইলে যোগধ্যান।
সখি গো, শিতালঙ্গে, বলে সঙ্গে, গেল কুলমান,
গেল মান, বুদ্ধি জ্ঞান, ব্যাকুল হইল প্রাণ।