এগো প্রাণ সই না আসিল প্রাণনাথ কুঞ্জেতে।
প্রেমানল দিয়া গায় বন্ধে মোরে ছাড়িয়া যায়।
বিরহিনী হৈয়া বন্ধু ডাকিয়ে তোমায়।
দেখিমু নি রূপ তোর ত্রিপুন্নিয়ার ঘাটেতে।
দেহা মোর জ্বলি যায় প্রাণ ঝুরে তোর প্রেম দায়,
দরশন দিয়া মোরে রাখয়ে কৃপায়।
না চিনিলু বন্ধু তোরে আসিয়া সে ভবেতে
দমে দমে বাঁশী বাও পন্থ নিরখিয়া চাও।
পরম নাম জাপিয়া সে পবনে উজায়।
দেখিবে উদয় চান্দ প্রকাশিতে জবরুতে।
যে জন রসিক হয় সে দেবে চন্দ্রের উদয়।
লাহুতের তালা কুঞ্জি সে জলে খুলয়।
নিকুঞ্জে জ্বলিবে দীপ প্রকাশিবে লাহুতে।
শিতালং ফকিরে গায় হিয়া দহে প্রেমদায়।
বিনা দরশনে মোর দেহা জ্বলি যায়।
বিরহিনী হইয়া ফিরি চান্দ রূপ হেরিতে ।