এখনো এলো না কালা, মন কেন হল উদাসী।
বাড়িল বিরহ জ্বালা, কই এল সেই কাল শশী।।
কালার আসার আশে বাসার শয্যা সাজাইয়ে, জেগে পোহাইলাম নিশি।
সে আশা নিরাশা হল, জাগল ব্রজের ব্রজবাসী।
আসবে বলে চিকন কালা গাঁথিয়ে বন-ফুলের মালা সে মালা মোর হল বাসি।
কার গলে দুলাব মালা কোন চরণে হব দাসী।।
নাজেনে প্রেম করেছিলাম দুইহাতে ভুলিয়ে নিলাম শ্যাম-কলংকের প্রেম-ফাঁসী।
একবার এসে হৃদয় মাঝে (এবার) বাঁশী বাজাও কাল শশী।
আমি যাই যমুনার কুলে ঢেউ দিয়ে ঐ কালো জলে রূপ দরশন করে আসি।
সিরাজ বলে অবোধ লালন গুরু-পদে প্রাণ সপে আজ হও রে দাসী।।