অনাদির আদি শ্রীকৃষ্ণনিধি, তার কি আছে কভু গোষ্ঠ-খেলা। ব্রহ্ম-রূপে সে অটলে বসে, লীলাকারী তার অংশ-কালা।। পূর্ণচন্দ্র কৃষ্ণ রসিক-শেখর শক্তির উদয় শরীরে যার, শক্তিতে শিরে মহাসংকর্ষণ, বেদ-আগমে যারে বিষ্ণু বলা।। সত্য সত্য শরণ বেদ-আগমে গায় চিদানন্দরূপ পূর্ণব্রহ্ম হয়, জন্ম মৃত্যু যার নাহি ভবের’ পর, তবু তো নয় সোহং নন্দলালা।। দরবেশের দেল-দরিয়া অথাই, অজান খবর সেইজানে ভাই, […]
keyboard_arrow_right