আমায় চরণ ছাড়া করো না দয়াল হরি।
আমি অধম পামর বটে দোহাই দেই তোমারি।।
চরণের যোগ্য মন নয়, তবু মন ঐ রাঙ্গা চরণ চায়,
দয়াল চাঁদের দয়া হলে পারে যাবো অ-পারী।।
অনিত্য সুখের সব ঠাঁই তাই দিয়ে জীব ভুলাও গোঁসাই,
চরণ দিতে কেন তাতে করছো চাতুরী।।
ক্ষম অধীন দাসের অপরাধ, শীতল চরণ দেও হে দীন নাথ
লালন বলে, ঘুরায়ো না হে মায়া করি।।