ও মাঝি ভাই তুমি হইয়াছ রে বেদিশা। বেধারে চালাইছ নৌকা দেখ না।
ভব সায়রে নাইরে কুলাকুল শরকেতুরের মত হইয়াছি বেভুল ।
এগো ভালা কইলে বুরা বুঝে উল্টা তার জাতের বুলা।
পাড়ি ধরলাম অকুল সায়রে ঠিক রাইখ হালের কাটা পড়বায় যে ফেরে।
চাকে ডুবিব নৌকাখানি পাতালে করব রে বাসা।
ব্রজপুরের যত বেপারি, বাজারে আসিয়া তারা যায় বেপার করি।
এগো জনম ভরি তোর মোর কেরেংকালি গেল না।
আমার গোপাল বড়রে চতুর, ত্রিজগতে দেখি না গো এমন ধান্ধাখুর।
সর লনি মাখন খায় পিছু খাটালে বসিয়া।
ছিল মোর কপালে লেখা, থালে রইল বাড়া ভাত আমি রইলাম পাকা।
এগো শিতালঙ্গে বলে মোর কপালে লাগল বন্ধের ছাটা।