আমি বদ্ধ তায়, হইলাম প্রায়, প্রাণেশ্বর শ্যামের দায়।
প্রেমের ফাঁসি লাইগাছে গলায়।
শ্যামের বিচ্ছেদে মোর প্রেমানলে প্রাণজ্বালায়।
প্রেম ভিক্ষা দিয়া প্রাণ রক্ষা কর প্রাণ শ্যামরায়।
প্রেমানলে সন্ন্যাসিনী হইয়া ফিরি ভ্রমণায়।
করেতে করঙ্গ নিয়া দাড়াইয়াছি ভিক্ষার দায়।
শ্যামরূপ হৃদে মোর নক্স হৈল প্রেম দায়।
কটাক্ষেতে প্রাণি নিল উদাসিনী করি আমায়।
শ্যামের বিচ্ছেদে মোর আগ্নি জ্বলে সর্বগায়।
অদর্শনে প্রাণি ঝুরে বল কি করি উপায়।
শিতালং ফকির মাঙ্গে ভিক্ষা দেও গো প্রাণ শ্যামরায়।
প্রেমের দায় ভিক্ষার ছলে দাঁড়াইয়াছি তার দরজায়।