বন্ধুয়ার মরম গো সখি কইমু বাখানিয়া।।
কইমু বাখানিয়া গো সখি কইমু বাখানিয়া।
যেই বেলা পিরিতি কইলা গোপনে আসিয়া।।
কুলে লইয়া মুই অভাগি আছিলাম সুইয়া গো সখি।
হাসি খেলি প্রাণের বন্ধু গেলা গো ছাপিয়া।।
ঘর থাকি বাহির হইয়া আমি উঠিলাম কান্দিয়া গো সখি।
আবুল হুছন বলে মনেতে ভাবিয়া।।
কেবল কালিয়ার কেশে রইয়াছে ছাপিয়া গো সখি কইমু বাখানিয়া।।
বন্ধুয়ার মরম গো সখি কইমু বাখানিয়া।