পাশরিতে চাহি তারে পাশরা না যায় গো। না দেখি তাহার রূপ মন কেনে টানে গো।। পথে চলি যাই যদি চাহি লোক পানে গো। তার কথায় না রয় মন, তারে কেন টানে গো।। খাইতে যদি বসি তবে খাইতে না পারি গো। কেশ পানে চাহি যদি নয়ান কেন ঝোরে গো।। বসন পরিয়া থাকি চাহি বসন পানে গো। […]
keyboard_arrow_right