পায়া আলিঙ্গন হরষিত মন
ধরিয়া কমল-পায়।
শ্রীঅঙ্গ-পরশে পাইয়া লালস
দেহ প্রফুল্লিত তায়।।
পুলক স্বেদক ভাব গণাদক
তিন ভাব আসি মেলে ।
অনুভাব পরে * * *
* * * ।।
* * * * * *
* সে সুবল ভাসে।
সমূহ বর্ণিল এই পদাবলি
সকল ইহাতে আছে।।
* * * * * *
* * * ।।
আর এক রস আছয়ে বেকত
এই পাঁচ রস ধরে।।
চৌষট্টি রস কহে আর তিন
রস …….উপরে বৈসে।
এই আট রস প্রধান মানহ
আট আট গুণ পৈশে।।
যে করিল ইহা পদের বর্ণনা
চৌষট্টি আছয়ে রসে ।
ভকত-ভ্রমর খুজিয়া খাইলে
(?) সব রস আছে।।
গোকুল মথুরা যে সুখ বর্ণিল
ইহাতে চৌষট্টি রসে।
কহেন দাড়াই শুন শুন ভাই
কহেন এ চণ্ডীদাসে ।।