নিতাই চৈতন্য দুহুঁ দয়ার অবধি। ব্রহ্মার দুর্ল্লভ প্রেম যাচে নিরবধি।। চারি বেদে অন্বেষয়ে যে প্রেম পাইতে। হেন প্রেম দুই ভাই যাচে অবিরতে।। পতিত দুর্গত পাপী কলি-হত যারা। নিতাই চৈতন্য বলি নাচে গায় তারা।। ভুবন মঙ্গল ভেল সংকীর্ত্তন-রসে। রায় অনন্ত কান্দে না পাইয়া লেশে।।
keyboard_arrow_right