জয় শচীনন্দন জয় জগজীবন সার। জীবনে মরণে গোরা ঠাকুর আমার।।ধ্রু।। আসিয়া গোলোকনাথ পারিষদগণ সাথ নবদ্বীপে অবতীর্ণ হৈয়া।। স্থাপিয়া যুগের কর্ম্ম নিজসংকীর্ত্তন ধর্ম্ম বুঝাইলা নাচিয়া গাইয়া।। ধরি রূপ হেমগৌর পরিলা কৌপীন ডোর অরুণকিরণ বহির্ব্বাস। করে কমণ্ডলু দণ্ড ধরিলা গৌরাঙ্গচন্দ্র ছাড়ি বিষ্ণুপ্রিয়া অভিলাষ।। অখিলের গুরু হরি ভারতীরে গুরু করি মন্ত্র দিয়া করিলা গ্রহণ । নিন্দুক পাষণ্ড ছিল […]
keyboard_arrow_right