গোরা অভিষেক কথা অদ্ভুত কথন। শুনিয়া পণ্ডিত ঘরে ধায় ভক্তগণ।। ধাওয়াধাই করি আসি নাচে কুতূহলে। দুবাহু তুলিয়া জয় গোরাচাঁদ বলে।। চাঁদ নাচে সূয্য নাচে নাচে তারাগণ। ব্রহ্মা নাচে বায়ু নাচে সহস্র লোচন।। অরুণ বরুণ নাচে সব সুরগণ। পাতালে বাসুকি নাচে নাচে নাগগণ।। স্বর্গ নাচে মর্ত্ত্য নাচে নাচয়ে পাতাল। পরম আনন্দে নাচে দশ দিক্পালে।। আনন্দে ভকতগণ […]
keyboard_arrow_right