অচৈতন্য শ্রীচৈতন্য সার্ব্বভৌম ঘরে। গোপীনাথ পাশে বসি পদসেবা করে।। সার্ব্বভৌম প্রভুমুখ আছে নিরখিয়া। ইনি কোন্ বস্তু কিছু না পায় ভাবিয়া।। নরসিংহরূপ প্রভুর দেখে একবার। বটুক বামনরূপ দেখে পুনর্ব্বর।। পুন দেখে মৎস্য কূর্ম্ম বরাহ আকার।। পুন ভৃগুরাম হস্তে ভীষণ কুঠার।। দুর্ব্বাদলশ্যামরূপ দেখয়ে কখন। কখন মুরলীধর নীরদ বরণ।। এ সব দেখিয়া তাঁর সন্দেহ ঘুচিল। ষড়ভুজরূপে প্রভু উঠি […]
keyboard_arrow_right