অরুণ নয়নে ধারা বহে।
অবনত মাথে গোরা রহে।।
ছায়া দেখি চমকিত মনে।
ভূমে গড়ি যায় ক্ষণে ক্ষণে।।
কমলপল্লব বিছাইয়া।
রহে পহুঁ ধেয়ান করিয়া।।
বিরলে বসিয়া একেশ্বরে।
বাসকসজ্জার ভাব করে।।
বাসুদেব ঘোষ তা দেখিয়া।
বোলে কিছু চরণে ধরিয়া।।