অরুন কিরন কিছু অম্বর দেল।
দীপক সিখা মলিন ভএ গেল।।
হঠ তজ মাধব জএবা দেহ।
রাখএ চাহিঅ গুপুত সনেহ।।
দুরজন জাএত পরিজন কান।
সগর চতুরপন হোএত মলান।।
ভমর কুসুম রমি ন রহ অগোরি।
কেও নহি বেকত করএ নিঅ চোরি।।
অপনয়ঁ ধন হে ধনিক ধর গোএ।
পরক রতন পরকট কর কোএ।।
ফাব চোরি জৌঁ চেতন চোর।
জাগি জাএ পুর পরিজন মোর।।
ভনই বিদ্যাপতি সখি কহ সার।
সে জীবন জে পর উপকার।।