অবতার কৈল বড় বড়।
এমন করুণা কোন যুগে নাহি আর।।
প্রতি ঘরে ঘরে শুনি প্রেমের কাঁদনা।
কলিযুগে হরি নাম রহিল ঘোষণা।।
সুখ সায়রের ঘাটে দিয়া প্রেমের ভরা।
ভাল হাট পাতিয়াছ প্রেমের পসরা।।
জগাই মাধাই তারা ছিল দুই ভাই।
হরিনামে উদ্ধারিলা চৈতন্য গোসাঞি।।
বাসুদেব ঘোষে কহে না হবে এমন।
কলি যুগে ধন্য নাম চৈতন্যরতন।।