ভাবাবেশে গৌরকিশোর। স্বরূপের মুখে শুনি মান লীলা দ্বিজমণি ভাবিনীর ভাবেতে বিভোর।।ধ্রু।। মুখে বলে রাধাকুণ্ড নাচে তুলি ভুজদণ্ড প্রেমধারা বহে দুনয়নে। না বুঝি ভাবের গতি ধীরে ধীরে করে গতি গজরাজ জিনিয়া গমনে।। যাইয়া সাগরতটে বসি জলসন্নিকটে ভাবনা করয়ে মনে মনে। যে ভাবতরঙ্গ হেরি কিছুই বুঝিতে নারি রহিয়াছে হেঁট শ্রীবদনে।। বাসুদেব ঘোষ ভণে অনুভব যার মনে রসিকে […]
keyboard_arrow_right