• গুরু গরবিত ধনি নাহি করে ভয়
    গুরু গরবিত ধনি নাহি করে ভয়। ভেটিব নাগর শ্যাম দড়াইল নিশ্চয়।। অভরণ পাড়ি পানি করিল সাজন। গলায় পরিল বাজু হাতের কঙ্কণ।। পায়ের নূপুর কেহ তুলি পার করে। গজমতি হার পরে কটীর উপরে।। কপালের হিরার পাঁতি পায়ে পরে ভালে। ক্ষুদ্র ঘণ্টিকা কেহ পরয়ে কপালে।। কপালে কাজর পরে নয়নে সিন্দুর। ভুলিল সকল গোপী হইল অথির।। আর এক […] keyboard_arrow_right
  • গুরু দুরজন, দূরে তেয়াগিনু
    গুরু দুরজন, দূরে তেয়াগিনু, পতি ক্ষুরধার তায়। কানুর পিরীতি, কি রীতি করিনু, কলঙ্ক এ লোকে গায়।। সই গো মরম কহিনু তোরে। কানুর পিরীতি, শপতি করিতে, যে বলু সে বলু মোরে।। ধরম বচন, মনেতে না লয়, করমে আছিল যে। যে সব আদর, ভাদর-বাদর, কেমনে ধরিব দে।। হিয়ার পিরীতি, কহিল না হয়, চিতে অবিরত জাগে। জ্ঞানদাস কহে, […] keyboard_arrow_right
  • গুরু দেখায় গৌর তাই দেখি কি গুরু দেখি
    গুরু দেখায় গৌর তাই দেখি কি গুরু দেখি। গৌর দেখতে গুরু হারাই কোন রূপে দেই আঁখি।। গুরু গৌর রহিল দুই ঠাঁই কিরূপে একরূপ করি তাই। এক নিরূপণ না হলে মন সকল হবে ফাঁকি।। প্রবর্তের নাই কোন ঠিকানা সিদ্ধি হবে কি সে হবে সাধনা। মিছে সদায় সাধু হাটায় নাম পড়াই সাধ কি।। একরাজ্যে হ’লে দুজনা রাজা […] keyboard_arrow_right
  • গুরু বলে ধরো পাড়ি মন হুঁস থাইকো
    গুরু বলে ধরো পাড়ি মন হুঁস থাইকো ও নদীর উজান বাঁকে। ও নদীর মাঝখানে বসি আছে এক মেয়ে রাক্ষসী ও তার সুখসন্তান বেশী, ও মালের জাহাজ পাইলে পরে রে ও সে যে মাল লুটে নেয় চুমকে ও নদীর উজান বাঁকে। ও নদীর তিন ধারে তিনজন ব্রহ্মা বিষ্ণু তিলোচন পাহারা দিচ্ছে সর্বক্ষণ। ও নদীর বান ডাকিলে […] keyboard_arrow_right
  • গুরু কোন্‌ রূপে কর দয়া ভুবনে
    গুরু, কোন্‌ রূপে কর দয়া ভুবনে। অনন্ত অপার লীলা তোমার, মহিমা কে জানে।। তুমি রাধা, তুমি কৃষ্ণ, মন্ত্রদাতা তুমি ইষ্ট, মন্ত্র জানতে সঁপে দিলে সাধু-বৈষ্ণব চরণে।। নবদ্বীপে গোরাচাঁদ, শ্রীক্ষেত্রে হও জগন্নাথ, সাধুবাক্য যাহাই হ’লো দয়া হবে না স্বরূপ বিনে।। বৃন্দাবন আর গয়া-কাশী, সীতাকুণ্ড বারাণসী, মক্কা মদিনে, তীর্থে যদি গউর পেত, ভজনে সাধন করে জীব কেনে।। […] keyboard_arrow_right
  • গুরু গরবিত ঘরে যে কহু যে কহু মোরে
    গুরু গরবিত ঘরে যে কহু সে কহু মোরে ছাড়ে বা ছাড়ুক গৃহপতি। সকল ছাড়িয়া মুঞি শরণ লইলুঁ গো কি করিব ঘরের বসতি।। কানু সে জীবন ধন মোর। তোমরা যতেক সখী ঘরে যাও কুল রাখি শ্যামরসে হয়্যাছি বিভোর।। যত ছিল অভিমান সতী কুলবতী নাম সব হরি নিল শ্যামরায়। কহত পরাণ সখি আঁখিতে অঞ্জন মাখি অঙ্গেতে কস্তুরী […] keyboard_arrow_right
  • গুরু দুরু বঞ্চউ উজোর চন্দ
    গুরু দুরু বঞ্চউ উজোর চন্দ। দুরজন-নয়ন পদহি পদ ফন্দ।। ঐছে অতি দুরতর পন্থ সঞ্চার। ততহিঁ কলাবতি চলু অভিসার কি কহব মাধব প্রেমক রীত তুয়া অনুরাগিণি ত্রিভুবন জীত।। যাহা ধনি বাধসে ভাঙ ধুনান। সাধসে ধাওয়ে কতহুঁ পাঁচবাণ।। সো তোহে কুঞ্জে মিলল নিরবাধ। গোবিন্দদাস কহ পূরল সাধ।। keyboard_arrow_right
  • গুরু দোহাই তোমার মনকে আমার লও গো সুপথে
    গুরু, দোহাই তোমার, মনকে আমার লও গো সুপথে। তোমার দয়া বিনে তোমায় সাধবো কি মতে।। তুমি যারে হও গো সদয়, সে তোমারে সাধনে পায় ; বিবাদী তার স্ববশে রয় তোমার কৃপাতে।। যন্ত্রেতে যন্ত্রী যেমন যেমন বাজায় বাজে তেমন। তেমনি যন্ত্র আমার মন, বোল তোমার হাতে।। জগাই মাধাই দস্যু ছিল, তারে গুরুর কৃপা হ’ল। অধীন লালন […] keyboard_arrow_right
  • গুরুজন পরিজন ঘুমাওল জন
    গুরুজন পরিজন ঘুমাওল জন। সময় জানি ধনি কয়ল পয়ান।। নিভৃত নিকুঞ্জে মিলল বর কান। দারুণ মদন পাওল সমাধান।। দুহুঁ অধরামৃত দুহুঁ করু পান। চাঁদ চকোর জনু মিলল নয়ান।। তনু তনু মীলল পরাণে পরাণ। গোবিন্দদাস নিগূঢ় রস গান।। keyboard_arrow_right
  • গুরুজন -গঞ্জন বোল
    গুরুজন -গঞ্জন বোল। গৃহপতি-গরজন ঘোর।। গণইতে গোপ-কিশোরি। গহন-গেহ-গহ ছোড়ি।। গোবিন্দ গুণবতি সোই। গুণি গুণি যামিনি রোই।। গলত গলত দিঠি-ধারা। গীরত গীম-মণিহারা।। গুপত গুপত রস-আশে।। গরলহুঁ কয়ল গরাসে।। গদগদ স্বরে অভিরামা। গাবই গিরিধর নামা।। গোকুল-গোপী-বিলাপ। গোবিন্দদাস-হিয়া-তাপ।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ